সাধারণত আমরা যারা নোকিয়া ফোন ব্যবহার করি তারা প্রায় সময় Security Code ভূলে যায়। তাদের আর কোন চিন্তার কারণ নাই।
চলুন তাহলে Security Code ভেঙ্গে ফেলি।
- প্রথমে হোম মেনু থেকে Setting এ যান তারপর sync & backup অপশনে যান। এবার Create backup গিয়ে Continue তে click করুন।
- তারপর সব গুলোকে Mark করে Done বাটনে Click করুন।
- এখন কিছুক্ষন অপেক্ষা করলে Backup Create হয়ে যাবে। কাজ শেষ ।
- তারপর Memory Card ঢুকুন, সেখানে দেখতে পাবেন backup নামে একটি ফোল্ডার তৈরি হয়েছে, সেখানে ঢুকুন মাঝখানে restore এ click করুন। দেখবেন আপনার মোবাইল flash হয়ে গেছে ।
এখন নোকিয়া এর ডিফল্ট পাসওয়ার্ড কাজ করবে ।