কেমন লাগে বলুনত কম্পিউটার Open হতে যদি সময় বেশি নেয়? আমরা অনেকে হয়ত ধৈর্য্য হারা হয়ে যায়। এই বিষয় টি হয় মূলত কম্পিউটার Open হওয়ার সময় কয়টি Program Run হচ্ছে তার উপর ভিওি করে ।
আপনার Start up এ Program যত কম হবে তত তাড়াতাড়ি আপনার কম্পিউটার Open হবে।
আর এই কাজটি করতে হলে আপনাকে যা করতে হবে তা হল:
1. Click To Start > Run
এবার Run Window আসবে।
2. Command লিখার Box এ লিখুন msconfig এবং Ok চাপুন,
তাহলে এমন একটা Window আসবে:
এই খান থেকে Start up এ Click করুন তাহলে এই রকম দেখাবে:
আপনার যেই যেই Program গুলো দরকার নেই তার টিক চিহ্ন গুলো উঠিয়ে দিন। খেয়াল রাখবেন যাতে System 32 এর কোনটার টিক চিহ্ন উঠে না যায়।
এবার Apply চেপে Ok চাপুন, ব্যস কাজ শেষ।
যদি কম্পিউটার Restart চায় তাহলে Restart দিন । দেখবেন আগের চেয়ে দ্রুতOpen হবে।
ভাল লাগলে কমেন্ট করবেন। সবাই ভাল থাকুন।
3 Comments
brother your posts are all atrective…….realy informative
thanks….
important post thank you so much BRO…