প্রথমে আপনার পেনড্রাইভটা কম্পিউটারে যুক্ত করে উইন্ডোজের স্টার্ট মেনু থেকে রান কমান্ডে গিয়ে cmd লিখে ওকে করুন। নতুন উইন্ডোতে লিখুন DISKPART । তাহলে নতুন আরেকটা উইন্ডো খুলবে। সেখানে LIST DISK লিখে এনটার করুন। এবার প্রথমে SELECT DISK 1 লিখুন। তারপর একে একে লিখুন
1. CLEAN2. CREATE PARTITION PRIMARY3. SELECT PARTITION 1
4. ACTIVE 5. FORMAT FS=NTFS 6. ASSIGN 7. EXIT |
এবার উইন্ডো মিনিমাইজ করে রাখুন। তারপর উইন্ডোজ সেভেন ডিভিডি-রম ড্রাইভ -এ ঢোকেন । ধরে নিই আপনার ডিভিডি রম ড্রাইভ ও পেনড্রাইভের ড্রাইভ লেটার হল যথাক্রমে P ও Q।
কমান্ড উইন্ডোতে ফিরে গিয়ে P: CD BOOT Ges CD BOOT লিখুন।
এবার BOOTSECT.exe /NT60 Q: লিখে এনটার করুন। এবার ডিভিডির সব ফাইল পেনড্রাইভে কপি করে নিন, এতে আপনার পেনড্রাইভ বুটেবল হয়ে যাবে এবং এটা দিয়েই আপনি সরাসরি অপারেটিং সিস্টেম ইন্সটল করতে পারবেন।
বিঃদ্রঃ এই পদ্ধতি XP র জন্য নয়। শুধু Windows 7, 8 & vista র জন্য।
9 Comments
good one……….
how can i do it for winXP?
i will provide it as soon as possible, thanks for your reply………..
i provide it in my new post, please see at your own time, i think that will helpful for you.
Thanks. But i cant find out ur new post. please give me the post name
প্রথমে আপনার পেনড্রাইভটা কম্পিউটারে যুক্ত করে উইন্ডোজের স্টার্ট মেনু থেকে রান কমান্ডে গিয়ে cmd লিখে ওকে করুন। নতুন উইন্ডোতে লিখুন DISKPART । তাহলে নতুন আরেকটা উইন্ডো খুলবে। সেখানে LIST DISK লিখে এনটার করুন। এবার প্রথমে SELECT DISK 1 লিখুন। তারপর একে একে লিখুন
1. CLEAN2. CREATE PARTITION PRIMARY
3. SELECT PARTITION 1
4. ACTIVE
5. FORMAT FS=NTFS
6. ASSIGN
7. EXIT
এই পর্যন্ত করে, উইন্ডোজ ফাইল কপি করে ইন্সটল করেছি। বাকি কাজটা কি optional?
sorry for late reply, no that’s part is not optional, you follow full post.
Thanks
I am trying this. I succeed. So, it’s really helpful.
it’s really good post…..!!!!!!