আপনার কমপিউটারটি যদি বাসায় কিংবা অফিসের সবার ব্যবহার জন্য উন্মক্ত থাকে, তাহলে সেখানে আপনার জন্য অপ্রয়োজনীয় অনেক সফটওয়্যার ইনস্টল করা থাকতে পারে। এ ক্ষেত্রে আপনি কমপিউটারকে এমনভাবে সেট করতে পারেন যাতে ব্যবহারকোরীরা শুধু নির্দিষ্ট কিছু প্রোগ্রাম রান করাতে পারবে।
এ ধরনের কাজ করার জন্য উইন্ডোজ ৭- এ সম্পৃক্ত করা হয়েছে AppLocker নামে এক ফিচার, যা ব্যবহারকারীকে নিশ্চিত করে নির্দিষ্ট কিছু প্রোগ্রাম রান করানোর জন্য। এটি খুব সহজে সেটআপ করা যায়। আপনি ইচ্ছে করলে একটি রুল তথা নিয়ম তৈরি করতে পারেন, যা সবকিছুকে অনুমোদনের জন্য সাইন করতে হয়। ধরুন, একটি নিয়মের মাধ্যমে সাইন করা মাইক্রোসফট সব আপ্লিকেশন রান করাতে পারবেন। এজন্য GPEDIT.MSC চালু করুন Computer Configuration – Windows Setting – Security Setting – Application Control Policies –এ নেভিগেট করুন।
———— ধন্যবাদ
1 Comment
Thanks your valuable post….