ফাস্টফোনে নিরাপওা
চাকরিজীবী অভিভাবকদের চিন্তা দূর করতে ওউনফোন নামের একটি প্রতিস্ঠান তৈরি করেছে শিশুদের ব্যবহারের উপযোগী বিশেষ ধরনের মোবাইল ফোন । ‘ফাস্টফোন’ নামের ক্রেডিট কার্ড আকৃতির ছোট এই ফোনে ১২ টি নম্বর সংরক্ষণ করা যাবে । শিশু কোনো বিপদে পড়লে সরাসরি এসব বাটনে চাপ দিয়েই অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করতে পারবে । তবে পর্দাবিহীন মোবাইল ফোনটিতে এসএমএস সুবিধা নেই।থাকছে না ইন্টারনেট ব্যবহারের সুযোগও । চার থেকে নয় বছর বয়সী শিশুরা এটি ব্যবহার করতে পারবে।
——————- ধন্যবাদ
1 Comment
good to know