যদি আপনার পিসির মাদারবোডে sata port না থাকে কিন্ত আপনাকে সাটা সিডি এবং হাডডিস্ক লাগাতে হবে। তাহলে কী করবেন………. চিন্তার কিছু নেই, বাজারে আই,ডি,ই-টু সাটা কনভাটার পাওয়া যায়। আই,ডি,ই পোটে কনভাটার টি স্থাপন করুন। সেখানে ১টি পাওয়ার পোট আছে। যা পাওয়ার সাপ্লাই থেকে BERG কানেকটর এর সাথে কানেকট হবে। আর ১টি সাটা পোট আছে যা নিদিষ্ট সাটা ডিভাইস এর সাথে কানেকট হবে। কনভাটার এ ১টি সুইস আছে, যা আপনার প্রয়োজন মত (কোথায় কনভাট করবেন)সেট করুন। এবার পিসি চালু করে BIOS এ গিয়ে চেক করুন। অনেক সময় CONNECTIVITY পায় না, RESTART দিয়ে সেট করুন।
হয়ে গেল আপনার সাটা ডিভাইস CONNECTION ………