কেমন আছেন সবাই। সবাইকে অনেক শুভেচ্ছা। আশা করি পোষ্টটি অনেকের কাজে লাগবে।
আপনার কম্পিউটারের সাথে যুক্ত প্রিন্ট ডিভাইসে নেটওয়ার্ক থেকে কেউ প্রিন্ট দিচ্ছে এমন সময় প্রিন্ট ডিভাইসটি বিকল হয়ে গেল । কিন্তু সেই প্রিন্ট জবটি শেষ হয়নি । ডকুমেন্টটি এখনই প্রিন্ট করা জরুরি । বাকি পৃষ্ঠাগুলি যাতে অন্য প্রিন্টারে প্রিন্ট হতে পারে সেজন্য ওই প্রিন্ট জবকে রিডিরেক্ট (redirect) করা যেতে পারে । যেমন ধরা যাক আরেকটি প্রিন্টার আছে win2012srv1 সার্ভারে printer2 নামে শেয়ার করা। তাহলে সেই প্রিন্টারে আপনার বর্তমান প্রিন্ট জবকে রিডিরেক্ট করার জন্য পোটর্স ট্যাবে Add port বাটনে ক্লিক করুন, New port হাইলাইট করুন এবং New Port Type এ ওই প্রিন্টারের UNC পাথ (\\win2012srv2\printer2) উল্লেখ করুন । তারপর বিকল হয়ে যাওয়া প্রিন্টারে যে পোর্টে যুক্ত তা আনচেক করে দিন এবং নূতন তৈরিকৃত পোর্ট চেক করে রাখুন । তাহলে আগের প্রিন্টারের প্রিন্ট জব নূতন প্রিন্টারে রিডিরেক্ট হবে ।
————–ধন্যবাদ